ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি বাজেট ফোন। এই ফোনের ২ জিবি র্যািম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭৯৯ টাকা। ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। Aqua Sky, Force Black, Origin Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ, প্রায় ৭৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। ইনফিনিক্সের এই ফোনে রয়েছে একটি কোয়াড কোর ১২ এনএম মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও।