সীমান্তে দুই দেশের সম্পর্কের প্রভাব পড়তে পারে বাণিজ্যে। এবার দেশে ১২,০০০ টাকার নিচে চিনা কোম্পানিগুলির স্মার্টফোন নিষিদ্ধ করতে পারে সরকার।
দেশের মোবাইল বাজার বলছে, ১৫,০০০ টাকার নিচের বিভাগে ভারতে আধিপত্য বিস্তার করেছে চিনা স্মার্টফোন কোম্পানিগুলি।
সেখানে লাভা, মাইক্রোম্যাক্সের মতো স্বদেশি সংস্থাগুলিকে সমর্থন জোগাতে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার।
এই পদক্ষেপ কার্যকর হলে স্পষ্টতই Xiaomi, Poco, Realme-এর মতো ব্র্যান্ডগুলির বিক্রি প্রভাবিত হবে।
ফলে যে সংস্থাগুলি গত কয়েক বছর ধরে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বিভাগে আধিপত্য বিস্তার করছে, তাদের সমস্যা বাড়বে।
বেআইনিভাবে লেনদেনের জন্য সম্প্রতি চিনের কিছু স্মার্টফোন কোম্পানি ভারত সরকারের তদন্তের মুখোমুখি হয়েছে।