সীমান্তে দুই দেশের সম্পর্কের প্রভাব পড়তে পারে বাণিজ্যে। এবার দেশে ১২,০০০ টাকার নিচে চিনা কোম্পানিগুলির স্মার্টফোন নিষিদ্ধ করতে পারে সরকার।

দেশের মোবাইল বাজার বলছে, ১৫,০০০ টাকার নিচের বিভাগে ভারতে আধিপত্য বিস্তার করেছে চিনা স্মার্টফোন কোম্পানিগুলি।

ভারতে স্মার্টফোন বিক্রির পরিসংখ্যান বলছে, বিদেশি কোম্পানির স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় অনেক এগিয়ে রয়েছে চিনা কোম্পানিগুলি।

সেখানে লাভা, মাইক্রোম্যাক্সের মতো স্বদেশি সংস্থাগুলিকে সমর্থন জোগাতে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার।

সম্প্রতি এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। সেখানে বলা হয়েছে, ভারত সরকার ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছে।

এই পদক্ষেপ কার্যকর হলে স্পষ্টতই Xiaomi, Poco, Realme-এর মতো ব্র্যান্ডগুলির বিক্রি প্রভাবিত হবে।

ফলে যে সংস্থাগুলি গত কয়েক বছর ধরে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বিভাগে আধিপত্য বিস্তার করছে, তাদের সমস্যা বাড়বে।

অন্য একটি রিপোর্ট অনুযায়ী, দেশে জুনের ত্রৈমাসিকে ১২,০০০ টাকার নিচের স্মার্টফোনের বিভাগে ৮০ শতাংশ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে চিনা কোম্পানিগুলি।

বেআইনিভাবে লেনদেনের জন্য সম্প্রতি চিনের কিছু স্মার্টফোন কোম্পানি ভারত সরকারের তদন্তের মুখোমুখি হয়েছে।

Thanks for Reading. UP NEXT

মাত্র ৬৭৯৯ টাকায় ভারতে লঞ্চ হল ইনফিনিক্সের নতুন ফোন

View next story