বিড়াল না শিয়াল দেখে বোঝার উপায় নেই
নাম শুনেও মনে হবে এ কোন প্রাণী!
এতদিন লোকগাথা এবং উপকথায় ছিল অস্তিত্ব
এ বার বৈজ্ঞানিক বৈধতা পাওয়ার পথে ক্যাট-ফক্স
কয়েকশো বছর আগে গল্প শোনা যেত
কর্সিকার রাখাল ছেলেদের মুখে মুখে ফিরত
১০০ বছর আগে অস্তিত্ব টের পাওয়া যায়
এ বার উপপ্রজাতি হওয়ার পথে
গায়ের রং শেয়ালের মতো, লেজও পুরুষ্ট
তবে আদতে বনবিড়ালের গোত্রে পড়ে ক্যাট-ফক্স