Image Source: PTI/ Pexels

জীববৈচিত্রের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি প্রাণীর প্রয়োজন রয়েছে।

Image Source: PTI/ Pexels

প্রয়োজন পড়ে চড়ুইয়েরও

Image Source: PTI/ Pexels

মূলত শহর-মফস্বলেই দেখা মেলে এর

Image Source: PTI/ Pexels

যত বাড়ছে নগরায়ন ততই যেন হারিয়ে যাচ্ছে অতি পরিচিত চড়াই

Image Source: PTI/ Pexels

প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস

Image Source: PTI/ Pexels

ভারতের Nature Forever Society, ফ্রান্সের Eco-Sys Action Foundation এবং সারা বিশ্বের আরও একাধিক সংগঠনে মিলে World Sparrow Day উদযাপন করে

Image Source: PTI/ Pexels

শস্যক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্য়বহার, নগরায়নের কারণে গাছ কেটে ফেলা, পাখি নিধন- ইত্যাদি নানা কারণেই ক্রমশ কমছে চড়ুইয়ের সংখ্য়া।

Image Source: PTI/ Pexels

House Sparrow-চড়ুইয়ের বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের বসবাসের জায়গা এবং তার কাছাকাছিই এদের দেখা মেলে।

Image Source: PTI/ Pexels

চড়ুইয়ের আরও একাধিক প্রজাতি রয়েছে যা বুনো। বলা হয়ে থাকে, বিপদে পড়লে সাঁতারও দিতে পারে চড়ুই

Image Source: PTI/ Pexels

ভারতের প্রবাদপ্রতিম পক্ষী বিশারদ সেলিম আলির আত্মজীবনীর নামও 'The Fall of a Sparrow'