জীববৈচিত্রের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি প্রাণীর প্রয়োজন রয়েছে। প্রয়োজন পড়ে চড়ুইয়েরও মূলত শহর-মফস্বলেই দেখা মেলে এর যত বাড়ছে নগরায়ন ততই যেন হারিয়ে যাচ্ছে অতি পরিচিত চড়াই প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস ভারতের Nature Forever Society, ফ্রান্সের Eco-Sys Action Foundation এবং সারা বিশ্বের আরও একাধিক সংগঠনে মিলে World Sparrow Day উদযাপন করে শস্যক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্য়বহার, নগরায়নের কারণে গাছ কেটে ফেলা, পাখি নিধন- ইত্যাদি নানা কারণেই ক্রমশ কমছে চড়ুইয়ের সংখ্য়া। House Sparrow-চড়ুইয়ের বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের বসবাসের জায়গা এবং তার কাছাকাছিই এদের দেখা মেলে। চড়ুইয়ের আরও একাধিক প্রজাতি রয়েছে যা বুনো। বলা হয়ে থাকে, বিপদে পড়লে সাঁতারও দিতে পারে চড়ুই ভারতের প্রবাদপ্রতিম পক্ষী বিশারদ সেলিম আলির আত্মজীবনীর নামও 'The Fall of a Sparrow'