সরকারি-বেসরকারি ব্যাঙ্কের ভিড়ে আজও সুদের বিষয়ে অনেকটাই এগিয়ে দেশের ডাকঘর(Post Office)।

ABP Ananda

বর্তমানে মুদ্রাস্ফীতির মধ্যেও গ্রাহকদের জন্য দারুণ স্কিম রয়েছে পোস্ট অফিসে। যেখানে দিনে ৩৩৩ টাকা দিয়ে পেতে পারেন ১৬ লক্ষ।

ABP Ananda

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম আপনার জন্য একটি ভাল বিকল্প।

ABP Ananda

১০ বছরের বেশি বয়সী যেকোনও নাবালক বা প্রাপ্তবয়স্ক পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

আপনি মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্টে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমটি একটি সরকারি গ্যারান্টি স্কিমের সঙ্গে আসে।

এতে কোনও বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। আপনি এতে যতখুশি পরিমাণ টাকা রাখতে পারেন।

ABP Ananda

আপনি এই RD ১০ বছর পর্যন্ত বাড়াতে পারেন। চাইলে এই RD অ্যাকাউন্টটি ৩ বছর পরে বন্ধ করতে পারেন

১০ বছরের জন্য পোস্ট অফিসের RD স্কিমে প্রতি মাসে ১০,০০০ হাজার টাকা বিনিয়োগ করে আপনি ৫.৮ শতাংশ হারে ১৬ লাখ টাকার বেশি পাবেন।

ABP Ananda

সেই ক্ষেত্রে ১০ বছরে আপনার মোট আমানত হবে ১২ লক্ষ টাকা। আপনি আনুমানিক ৪.২৬ লক্ষ টাকা রিটার্ন পাবেন।


সব মিলিয়ে মেয়াদপূর্তিতে মোট ১৬.২৬ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।