দুনিয়াখ্যাত মেয়ের জন্মদিন! মা-কে(বাঁদিক থেকে প্রথম) একটু তো সাজতে হয়ই। গত ১৮ জুলাই চল্লিশ বছরের জন্মদিন ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সেলিব্রেশনের একগুচ্ছ ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে স্বামী নিক জোনাসের সঙ্গে মা মধু চোপড়ার নাচের ছবিটি বেশ মনে ধরে ভক্তদের। দিদির জন্মদিনে হাজির বোন পরিণীতি চোপড়াও। বিশেষ 'ডিনার'-এ বার্থ ডে গার্ল। পার্টির মেজাজে 'দেশি গার্ল।' মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস-কে বাদ দিয়ে তো এ বছরের জন্মদিন অসম্পূর্ণ! এ বছরের জন্মদিন সপরিবার কাটিয়েছেন প্রিয়াঙ্কা। তারই সার্বিক ছবি। খুব শীঘ্রই 'জি লে জারা' ছবিতে দেখা যাবে তাঁকে। এর আগে ২০১৯ সালে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে শেষবার দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে।