গোলাপি গাউনের ভাঁজে ভাঁজে যেন রূপকথার সৌন্দর্য্য, সোশ্যাল মিডিয়ায় কাড়লেন কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সদ্য গোলাপি মোহময়ী পোশাকে একগুচ্ছ ছবি। খোলা চুল, হালকা গোলাপি পোশাকে কৌশানির নতুন ফটোশ্যুটের সাজ ছিল একেবারে অন্যরকম। মাথায় টিয়ারাই ছিল কৌশানির একমাত্র গয়না, গলায় কোনও হার পরেননি তিনি। সামনেই কৌশানির একাধিক ছবির মুক্তি রয়েছে, জোরকদমে চলছে শ্যুটিংও। প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে 'ডাল-বাটি-চুরমা'-ছবির জন্য আপাতত শ্যুটিংয়ে ব্যস্ত কৌশানী। সামনেই মুক্তি পাবে কৌশানীর নতুন ছবি 'অন্তর্জাল'