ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে অভিযান শুরু ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচে ৩ রান জয় টিম ইন্ডিয়ার ধবনের নেতৃত্বে এই সিরিজে খেলছে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ভারতীয় দল বোর্ডে ৩০৮ রান তুলে নিয়েছিল জবাবে ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ৩০৫ রানে শিখর ধবন ৯৭ রান, শুভমন গিল ৬৪ ও শ্রেয়স আইয়ার ৫৪ রান করেন তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ধবন বাহিনী অল্পের জন্য শতরান মিস করলেও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ধবনই ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ, শার্দুল ও চাহাল প্রত্য়েকেই ২টো করে উইকেট পান আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ, এই ম্যাচ জিতলেই সিরিজও জিতে যাবে ভারত