বহির্বিশ্বের থেকে কতরকম বিপদ ধেয়ে আসে পৃথিবীর দিকে। সেগুলি নিয়েই নিত্যদিন গবেষণা করে যায় বিশ্বের মহাকাশ গবেষণা সংস্থাগুলি। একটি গ্রহাণুর দিকে সতর্ক নজর রেখেছে National Aeronautics and Space Administration বা সংক্ষেপে NASA NASA জানিয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে অ্যাস্টেরয়েড LN1, প্রায় ২০০ ফুট লম্বা এই গ্রহাণুর গতিবেগ ঘণ্টায় ২০৮৪৪ কিমি 2023 LN1 নামে ওই গ্রহাণুটি পৃথিবীর একেবারে কাছাকাছি এসে পড়তে পারে বলে সন্দেহ করছে নাসা। NASA-এর Jet Propulsion Laboratory এর দিকে সতর্ক নজর রেখেছে। NASA বলছে এখনও যা গতিবিধি তাতে পৃথিবীর ৪.২৬ মিলিয়ন মাইলের মধ্যে চলে আসবে। মহাজাগতিক ঘটনার দিক থেকে এই দূরত্ব খুব বেশি নয়। নাসার তরফে জানানো হয়েছে অন্য কোনও মহাজাগতিক বস্তুর মাধ্যাকর্ষের প্রভাবে গ্রহাণুর গতিপথে বদল আসে। তাই সবসময় নজর রাখতে হয় পৃথিবীর কাছাকাছি আসা এই ধরনের মহাজাগতিক বস্তুগুলিকে near-Earth objects (NEO) বলা হয়। এগুলির গতিবিধির দিকে নজর রাখার জন্য প্রতিমুহূর্তে কাজ চলে। একাধিক টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ এই কাজ করে। এই প্রযুক্তি আরও উন্নত করতে চলছে নিরন্তর গবেষণা