বর্তমান ব্যস্ততার যুগ

একাধিক কাজে যুক্ত থাকার কারণে প্রায়ই অস্থির থাকে মন।

অতিরিক্ত উদ্বেগে বিপদ

বেশি চিন্তা করলে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।

এই পরিস্থিতিতে নিজের মনকে শান্ত করতে হবে কীভাবে শান্ত রাখবেন মন ?

ধ্যান করুন

ধ্যানের মাধ্যমে মন শান্ত রাখা যায়। তবে, ধ্যানের জন্য সময় নির্দিষ্ট করুন।

স্ক্রিন বন্ধ করুন

ফোন, সোশাল মিডিয়া থেকে নিজেকে একটা নির্দিষ্ট সময় দূরে রাখুন।

কিছু লিখুন

একটা নির্দিষ্ট সময় বের করে নিন। সারাদিন যা অনুভব করেছেন তা নিয়ে নিজের অনুভূতি লিখে রাখার চেষ্টা করুন।

নিজের কাছে সৎ থাকুন

দ্বিধা না করে নিজের কাছে সৎ থেকে ভাবুন সমস্যা কোথায় হচ্ছে।

গভীর শ্বাস নিজের বুকে হাত রেখে চার সেকেন্ডের জন্য একটা দীর্ঘ শ্বাস নিন। তারপর ধীরে ধীরে ছাড়ুন। মন শান্ত হবে।

নির্দিষ্ট কিছু বিষয় এড়ান স্টক মার্কেট নিয়ে আলোচনা, বা বাড়ির কারও স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা- এগুলি নিয়ে সচেতন থাকুন।

প্রাণ খুলে হাসুন সব সময় মাথায় চাপ নিয়ে ঘোরাফেরা করবেন না। বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনায় প্রাণ খুলে হাসুন।