এবারের আইপিএলে সবচেয়ে জোরে বলটি লকি ফার্গুসনের, সিএসকের বিরুদ্ধে একটি বল করেছিলেন ১৫৩.৯ কিলোমিটার/ঘণ্টায়
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫৩.৩ কিলোমাটির প্রতি ঘণ্টা গতিতে একটি বল করেছিলেন উমরান মালিক
সিএসকে-র বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন উমরন। চলতি টুর্নামেন্টে তৃতীয় দ্রুততম।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫২.৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন জম্মু-কাশ্মীরের পেসার
তালিকায় পাঁচ নম্বরেও উমরন মালিকের নাম। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ১৫২.৪ কিমি প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন সানরাইজার্সের পেসার।
তালিকায় ছয় নম্বরেও উমরন। আরসিবির বিরুদ্ধে ১৫১.১ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেছিলেন তিনি।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। গুজরাতের প্রতিপক্ষ ছিল লখনউ। সেই ম্যাচে ঘণ্টায় ১৫০.৪ কিলোমিটার গতিতে বল করেন লকি ফার্গুসন।
দ্রুততম বল করার তালিকায় আট নম্বরেও লকি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৫০.১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন উমরন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছিলেন উমরন। তালিকায় দশ নম্বরে তিনি। (পরিসংখ্যান বুধবারের গুজরাত-হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত)