হাই অল্টিচ্যুড সিকনেস কী

ট্রেকিং করতে গিয়ে কিংবা পাহাড়ে অতি উচ্চতায় বেড়াতে গিয়ে শারীরিক সমস্যায় পড়েন অনেকে

অ্যাকিউড মাউন্টেন সিকনেস কিন্তু বেশ উচ্চতায় অনেকেরই হয়

অতিরিক্ত উচ্চতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন না

সাধারণত ৮ হাজার ফুটের বেশি উচ্চতায় এই সমস্যা প্রকট হয়

যত উচ্চতা বাড়ে, একে একে সমস্যা প্রকট হয়

ক্লান্তি , অনিদ্রা , মাথা যন্ত্রণা , বমিভাব , বুক ধড়ফড়

কী কী উপসর্গ দেখা যায় ?

কারও কারও আবার আরও গুরুতর সমস্যা হয়।

যেমন - ত্বকের রং বদলে যাওয়া , ভয়ঙ্কর সর্দি-কাশি , বুকে চাপ ধরা

চেতনা হারিয়ে ফেলা , হাঁটাচলায় অসুবিধাও হতে শুরু করে অনেকের।

কী কী উপসর্গ দেখা যায় ?

খুব বেশি উচ্চতায় বেড়াতে গেলে

চিকিৎসকরা High Altitude Simulation Test করিয়ে নেওয়ার পরামর্শ দেন

অল্টিচ্যুড সিকনেস দেখা দিলে, সেগুলি না কমা অবধি আর উচ্চতায় উঠবেন না

দরকারে সেখানে বিশ্রাম নিন। প্রয়োজনে ট্রিপের সময় বাড়ান।