Image Source: Pexels, Pixabay

জীবনযাত্রার পদ্ধতি প্রভাব ফেলে স্বাস্থ্যের উপর। কী খাওয়া হচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ

Image Source: Pexels, Pixabay

কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো সমস্য়ায় লাগাম দিতে সাহায্য করে শাকসব্জি

Image Source: Pexels, Pixabay

যে যে আনাজে পেকটিন বেশি থাকে, তা কোলেস্টেরলে লাগাম রাখতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

টোম্যাটো পটাশিয়ামে ভরপুর, রয়েছে নানা ভিটামিনও। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কার্যকরী বেগুন।

Image Source: Pexels, Pixabay

কমমাত্রায় ক্যালোরি রয়েছে ঢেঁড়সে। যা ফাইবার রয়েছে, তা হৃদযন্ত্রের জন্য উপকারী।

Image Source: Pexels, Pixabay

ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে, কুমড়ো খেতেই হবে।

Image Source: Pexels, Pixabay

কোলেস্টেরলে লাগাম পরাতে জুড়ি নেই নানা শাকজাতীয় আনাজের

Image Source: Pexels, Pixabay

প্রয়োজনীয় শর্করা এবং আরও কিছু খাদ্যগুণ রয়েছে আলুতে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন