ভারতে চলে এল ফরাসি সংস্থা সিট্রনের Citroen C3। জুলাইয়ের 20 তারিখে বাজারে দেখা যাবে এই গাড়ি।
সিট্রন এই গাড়িকে একটি প্রিমিয়াম হ্যাচব্যাক বলছে। যদিও 180 এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় এটি ক্রসওভার মনে হবে।
এই হ্যাচব্যাকের ইঞ্জিন মাত্র 10 সেকেন্ডে 0-100 কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে পারে। গাড়ি 110hp ও 190 Nm টর্ক তৈরি করে।
কমলা রঙের ড্যাসবোর্ড কভার গাড়ির রংকে অন্য মাত্রা দিয়েছে। গুণমানের দিক থেকে প্রতিদ্ব্ন্দ্বীদের পিছনে ফেলে দেবে এই গাড়ি।
শহরে প্রায় 12 kmpl মাইলেজ দিতে পারবে এই গাড়ি। কোম্পানির দাবি, এই গাড়ি 20 kmpl এর কাছাকাছি মাইলেজ দেবে।
সাসপেনশনের দিকেও নজর রেখেছে Citroen C3। খারাপ রাস্তাতেও মসৃণ অনুভূতি দেয় এই গাড়ি।
এর দরজাটি বড় ও প্রশস্ত হওয়ায় ঢুকতে বা বেরোতে কোনও ধরনের সমস্যা হয় না।