জিমে যাওয়ার পথে ক্যামেরাবন্দি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। গাঢ় ছাইরঙা পোশাক পরেছিলেন রিয়া, পায়ে স্নিকার্স। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। মুম্বইতে থেকেই অভিনয় ও মডেলিং-এর কাজ করছেন তিনি। আজ জিমের বাইরে ক্যামেরাবন্দি হন অনন্যা পাণ্ডেও। ঢিলে প্যান্ট ও ক্রপ টপ পরেছিলেন অনন্যা। গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের সামনে পোজও দেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন অনন্যা পাণ্ডের ছবি গেহরাইয়াঁ আজ জিমের বাইরে ক্যামেরাবন্দি হন মালাইকা আরোরাও। সাদা ডেনিম ও সাদা টপে পাপারাৎজিদের সামনে আসেন তিনি।