বড়সড় বিপর্যয়ের ছবি অমরনাথ গুহা লাগোয়া এলাকায়। দুবছর বন্ধ থাকার পর এবারই চালু হয়েছিল অমরনাথ দর্শন। শুক্রবার হঠাতই ছন্দপতন। অমরনাথ গুহা লাগোয়া চত্বরে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের তাণ্ডব। ৫, ১৩, ১৫...বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রশাসনের আশঙ্কা, আরও বাড়তে পারে এই পরিসংখ্যান। জলের তোড়ে অমরনাথ গুহা লাগোয়া চত্বরের বেশ কয়েকটি তাঁবু ও লঙ্গর ভেসে যায়। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুহা লাগোয়া এলাকায় শুধুই বোল্ডার ও আবর্জনা। উদ্ধারকারীদের ধারণা, আবর্জনার নিচে আটকে থাকতে পারে অনেকের দেহ। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত স্থগিত যাত্রা, জানিয়েছে প্রশাসন।