আর দেরি করলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি। আপনার স্মার্টফোনে এই অ্যাপগুলি (Smartphone Apps)থাকলে অবিলম্বে আনইনস্টল করুন।
গান শোনা ছাড়াও ফোন লক, ফাইল ম্যানেজার, ভিডিও অ্যাক্সেসের জন্য বহু অ্যাপস ডাউনলোড করি আমরা।
এই বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে এই ১৭টি অ্যাপ। সম্প্রতি একটি টেক সাইটের রিপোর্টে তুলে ধরা হয়েছে সেই তালিকা। জেনে নিন, কোনগুলি রয়েছে ক্ষতি অ্যাপের তালিকায়।
ফোনএরিনার রিপোর্ট বলছে, সম্প্রতি গুগল প্লে-স্টোরের ক্ষতিকর অ্যাপের বিষয়ে একটি গবেষণা হয়। গবেষণায় দেখা যায়, প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে।
স্বস্তির খবর, ইতিমধ্যেই এই অ্যাপগুলি প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। এখনও যদি এই অ্যাপগুলি আপনার ফোনে থাকে, তাহলে অবিলম্বে আনইনস্টল করুন।
11 Anime Wallpaper
12 Peace SMS
13 Happy Photo Collage
14 Pellet Messages
15 Smart Keyboard
16 4K Wallpapers
17 Original Messenger --এই অ্যাপগুলিও করছে ক্ষতি