জেপলিনের বদলে এল রনিন (TVS Ronin 2022)। ক্রুজারের পরিবর্তে নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল টিভিএস মোটরস (TVS Motors)।
২২৫ সিসি প্রিমিয়াম বাইক বিভাগে বাকিদের চিন্তা বাড়াল কোম্পানি।
আপনি এতে ৯টি স্পোকের অ্যালয় হুইল ও ব্লক ট্রেড টায়ার পাবেন। রনিনে একটি সিঙ্গল পিস সিট ও স্ক্র্যাম্বলারের মতো একটি টিয়ার ড্রপ আকৃতির ট্যাঙ্ক পাবেন।
এতে আপনি ডিটিই-সহ একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন ক্রেতা। এতে গিয়ার শিফট অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর দিয়েছে কোম্পানি।
বাইকে কিউরেটেড কিট ও দীর্ঘ সময় রাইডিংয়ের জন্য কাস্টমাইজেশনের সুবিধা দেওয়া হয়েছে। বাইকে পাবেন ২২৫.৯ সিসির ইঞ্জিন।
যা ৭৭৫০ আরপিএম-এ ২০.৪ হর্স পাওয়ার ও ৫ স্পিড গিয়ারবক্স সহ ৩৭৫০ আরপিএম-এ ১৯.৯৩ নিউটন মিটার টর্ক দেয়।
এই ইঞ্জিনটিতে 'লো নয়েজ ফেদার টাচ স্টার্ট'-এর জন্য একটি অয়েল কুলার ও একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG) রয়েছে।