গ্রীষ্মে নানা সমস্যা অনায়াসে সমাধান করে লবঙ্গ।



৩-৪ টি লবঙ্গ জলে ভিজিয়ে রেখে দিন বেশ কয়েক ঘণ্টা। তারপর খালি পেটে তা খান।



লবঙ্গ ভেজানো জল যেমন শরীরের জন্য় ভাল, তেমনই ত্বকের জন্য দারুণ উপকারী লবঙ্গ তেল।



লবঙ্গ দিয়ে তৈরি 'লবঙ্গ জল' গরমে ওষুধের চেয়ে কম নয়। দারুণ উপকার দেয় এই ড্রিঙ্ক।



গরমে প্রায়ই রোদে ত্বক জ্বলে যায়, ট্যান পড়ে। ট্যান দূর করতে লবঙ্গের জল দারুণ উপকারী।



অ্যান্টি-এজিং, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গাল গুণে ভরপুর লবঙ্গ।



যাঁরা ত্বকে নানারকম ব়্যাশের সমস্যায় ভোগেন, তাঁরা লবঙ্গের জল ব্যবহার করলে উপকার পাবেন।



মুখের আলসারের সমস্যায় ভোগেন যাঁরা, তাঁরাও ব্যবহার করে দেখতে পারেন এই টোটকা।
এই সমস্যা নিরাময়ে লবঙ্গ খুবই উপকারী।


লবঙ্গ খাওয়া এড়িয়ে চলা উচিত,
কেউ যদি হিমোফিলিয়ার রোগী হন।