সামনে মুখ্যমন্ত্রী। উচ্ছ্বাসে ভাসল জনতা। বর্ধমানের সভায় কৃষকবন্ধু প্রকল্পের নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জনতার উচ্ছ্বাস তখনও বাঁধ মানেনি। দেখছেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চে ওঠার আগে দেখা করলেন কেতুগ্রামের রেণু খাতুনের সঙ্গেও। উচ্ছ্বসিত জনতার উদ্দেশে অভিবাদন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ছিল বিশেষ অনুষ্ঠানও। সভাস্থলে নৃত্য পরিবেশন হল কিছুক্ষণ। কৃষকদের সুবিধা থেকে শুরু করে নানা বিষয়ে তখন মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। কৃষক-স্বার্থ সুরক্ষিত রাখা তৃণমূল সরকারের অগ্রাধিকার, পরে পোস্টেও বললেন মমতা। সভাস্থলে তখন শুধুই চিৎকার।