Image Source: pixabay.com

অফিস হোক কিংবা বাড়ি, এনার্জিতে ঘাটতি হলেই মনে পড়ে কফির কথা। কিংবা অনেকেই এমনি ভালোবেসেই কাপের পর কাপ কফি খেয়ে ফেলেন

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অত্যধিক কফি পান অ্যালকোহলের থেকেও বেশি ক্ষতিকর। অত্যধিক কফি পান আমাদের শরীরের কী কী ভাবে ক্ষতি করে?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অত্যধিক পরিমাণে কফি খেলে আমাদের শরীরে উত্তেজনা বা উদ্বেগ বেশি পরিমাণে তৈরি হয়

Image Source: pixabay.com

অত্যধিক পরিমাণে কফি খেলে তা এনার্জি তো বাড়াচ্ছেই না উল্টে আপনাকে আরও বেশি ক্লান্ত করে দিচ্ছে

Image Source: pixabay.com

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সারাদিনের দু কাপের বেশি কফি খাওয়া একেবারেই উচিৎ নয়

Image Source: pixabay.com

কফি আমাদের শরীর এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এর ফলে অনিদ্রার সমস্যা দেখা দেয়

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, একবার কফি খাওয়ার অভ্যাস হয়ে গেলে, তা থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল হয়

Image Source: pixabay.com

খালি পেটে একেবারেই কফি খাওয়া উচিৎ নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে শরীরে এনার্জির আসার পরিবর্তে শরীর আরও ক্লান্ত হয়ে যায়

Image Source: pixabay.com

সারাদিনে প্রচুর পরিমাণে কফি খেলে স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা প্রতিরোধের জন্য কফি খাওয়ার অভ্যাসে লাগাম টানা দরকার

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন