Image Source: Pexels

ব্ল্যাক কারেন্ট- এই ফ্লেভারের আইসক্রিম অনেকেরই দারুণ পছন্দ।

Image Source: Pexels

তবে এই ফলের মধ্যেও যে অনেক গুণ রয়েছে তা কী জানেন?

Image Source: Pexels

ব্ল্যাক কারেন্টে এমন কিছু উপকরণ রয়েছে যার ফলে এই ফল খেলে যথেষ্ট পুষ্টি পাওয়া সম্ভব।

Image Source: Pexels

ভরপুর ভিটামিন রয়েছে ব্ল্যাক কারেন্ট ফলে। ভিটামিন- এ, ই, সি রয়েছে এই ফলে।

Image Source: Pexels

ত্বকের কালচে ভাব এবং বলিরেখা দূর করতে সাহায্যে করে ব্ল্যাক কারেন্টে থাকা এইসব ভিটামিন।

Image Source: Pexels

অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে ব্ল্যাক কারেন্টের মধ্যে।

Image Source: Pexels

এই ফলের সাহায্যে যেকোনও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব।

Image Source: Pexels

অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে ব্ল্যাক কারেন্টের মধ্যে।

Image Source: Pexels

লিভার এবং কিডনির সমস্যার পাশাপাশি আর্থ্রারাইটিসের সমস্যাও দূর হবে ব্ল্যাক কারেন্ট ফল খেলে।

Image Source: Pexels

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ব্ল্যাক কারেন্ট।