Image Source: Pexels, Pixabay

স্ট্রেস, অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া- এমন নানা কারণেই ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে।

Image Source: Pexels, Pixabay

মূলত দুটি ভাগ। একটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অন্যটি নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার।

Image Source: Pexels, Pixabay

Nutrients- জার্নালে পর্তুগালের কোইমব্রা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

Image Source: Pexels, Pixabay

গবেষকদের দাবি, ক্যাফেইন, পলিফেনলস টাইপ টু ডায়াবেটিস থাকা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে।

Image Source: Pexels, Pixabay

উচ্চ-ক্যালোরিক খাবার, অতিরিক্ত তেল-ঝাল-মশলা, উচ্চ ফ্যাটজাতীয় খাবারের কারণেই এই সমস্যা হয়।

Image Source: Pexels, Pixabay

১৫৬ জনকে বাছাই করা হয়েছিল যাঁদের ওবেসিটি হয়েছে। তাঁদের মধ্যে ৯৮ জনের টাইপ টু ডায়াবেটিস ছিল।

Image Source: Pexels, Pixabay

তাঁদের কফি খাওয়ার পরিমাপে উপর লক্ষ্য রাখা হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

শরীরে কীভাবে কফির পদার্থ ভাঙা হচ্ছে, তার প্রভাব কী পড়ছে সেগুলি মূত্রের নমুনা পরীক্ষা করে জানা হচ্ছিল।

Image Source: Pexels, Pixabay

দেখা গিয়েছে, কফিতে থাকা পলিফেনল যকৃতের অক্সিডেটিভ স্ট্রেস কমায়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।