সোনালিরঙা এই তেলের প্রতি বিন্দুতে স্বাস্থ্যের আশ্বাস।



হৃদযন্ত্রের স্বাস্থ্য ধরে রাখতে ভরসা রাখুন অলিভ অয়েলে।



শীতে অন্যান্য তেলে অ্যালার্জি ? ভরসা করতে পারেন অলিভ অয়েলে।



অ্যান্টি-এজিং গুণে ভরপুর এই তেল। তাই রাতে অলিভ অয়েল মেখে শুতে যেতে পারেন।







ওজন কমানোর মিশনে আছেন অথচ সিদ্ধ খেতে পারেন না ?



সিদ্ধ সবজিএক চামচ অলিভ অয়েলে স্যঁতে করে ফেলুন।



স্বাস্থ্যকর চর্বি এবং ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস অলিভ অয়েল।



কোলেস্টেরলের সমস্যায় ভুগলে অন্য তেলের পরিবর্তে ব্যবহার করুন অলিভ অয়েল।



উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন? তাহলে সামান্য অলিভ অয়েলে রান্না সারুন।