পরিমাণে আয়রন আছে ধনে পাতায়। অ্যানিমিয়া আক্রান্তরা অবশ্যই খান।



প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বকের বার্ধক্য রোধ করে।



ভিটামিন এ ও সি-র অফুরন্ত ভাণ্ডার ধনে পাতা।



ধনে পাতার রস ত্বকের প্যাক হিসেবে বেশ উপকারী।



ধনেপাতার রস আর সুজির দানা ম্যাসাজ করতে পারেন।



অ্যান্টি ইনফ্লেমেটারি উপদানে ভরপুর ধনেপাতা ত্বকের প্রদাহ কমায়, হজম ক্ষমতা বাড়ায়।



ডায়াবেটিস রোগীদের জন্য ধনেপাতা প্রয়োজনীয়।



ধনেপাতা সহজপাচ্য। পেটের সমস্যা যাঁদের রয়েছে, তাঁরা খেতে পারেন।



দৃষ্টিশক্তির জন্য ধনেপাতা বেশ ভাল।



মুখের দুর্গন্ধ দূর করতে ধনেপাতা কার্যকর।