করোনার বাড়বাড়ন্ত দেশজুড়ে। এর মধ্য়ে অনেকেই করোনার দুটি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। তবে এবার বুস্টার ডোজ নিতে হবে।

দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৩৯ সপ্তাহের মাথায় আপনার 'রেজিস্ট্রেশন'-এর অপশন দেখা যাবে। কীভাবে করবেন বুকিং?

প্রথমে লগ ইন করুন cowin.gov.in বা আরোগ্য সেতু অ্যাপে। সেখানে 'কোউইন' অপশনে গিয়ে 'ভ্যাক্সিনেশন' ট্যাবে ক্লিক করুন।

প্রথম ২ ডোজ ভ্যাকসিন নিতে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন, তা দিয়েই লগ ইন করুন।

সেই ফোন নম্বরে আসবে একটি ওটিপি। মনে রাখবেন একই মোবাইল নম্বরে ৪ জন রেজিস্টার করতে পারেন কোউইন পোর্টালে।

লগ ইন করার পরে, আপনার নাম এবং প্রোফাইল দেখতে পাবেন। যদি এখনও পর্যন্ত টিকা না নিয়ে থাকেন, তাহলে প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

যাঁদের শুধু প্রিকশান ডোজ বা বুস্টার বাকি, তাঁদের ক্ষেত্রে পোর্টালে প্রিকশান ডোজের অপশন আসবে।

এখানে 'প্রিকশান ডোজ' অপশনে ক্লিক করে অ্যাপয়ন্টমেন্ট বেছে নিতে হবে।

এখান থেকে আপনার লোকেশন, পিনকোড অনুযায়ী স্লট বেছে অ্যাপয়ন্টমেন্ট বুক করে নিতে পারেন।

যাঁরা প্রথম রেজিস্টার করছেন, তাঁদের জন্য ফটো আইডি প্রমাণ যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ইত্যাদি দিয়ে, নম্বর ও নাম দিয়ে লগ ইন করতে হবে।