জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সচিন পুত্র

রিপোর্ট অনুযায়ী গতকালই নাকি বাগদান সেরে ফেলেছেন অর্জুন তেন্ডুলকর

মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছেন

অর্জুনের বাগদত্তার দাদু একজন মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী

জানা গিয়েছে অনুষ্ঠানে দুটো পরিবারের খুব অল্প মানুষই আমন্ত্রিত ছিলেন

ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার

কর্নেল ইউনিভার্সিটি স্কুল অফ হোটেল অ্য়াডমিনিস্ট্রেটশন থেকে পড়াশুনো করেছিলেন

এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলে থাকেন অর্জুন তেন্জুলকর

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন অর্জুন