ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল।



অধিনায়ক হিসাবে নিজের টেস্ট অভিষেকেই বেশ প্রভাবিত করেছেন তিনি।



তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের মাটিতে সিরিজ় ড্র করে ভারতীয় দল।



ব্যাট হাতে গিলের প্রতিভায় মুগ্ধ বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই।



কিন্তু পড়াশোনায় শুভমন গিল কেমন ছিলেন? কতদূর অবধি পড়াশোনা করেছেন তিনি?



ক্রিকেট কেরিয়ারের মতো গিলের অ্যাকাডেমিক কেরিয়ারও কিন্তু বেশ উজ্জ্বল ছিল।



তিনি মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে ক্লাস ১০-র পরীক্ষায় উত্তীর্ণ হন।



তবে সময় যত এগোয় ক্রিকেটই তাঁর ধ্যানজ্ঞান হয়ে উঠে।



ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে শোনা যায় গিল সম্পূর্ণভাবেই ক্রিকেটে মনোনিবেশ করেন।



গিল কিন্তু একা নন, অতীতে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররাও কিন্তু এই একই পথ বেছে নিয়েছিলেন।