কিংবদন্তি পুত্র

সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনও ক্রিকেটকে আঁকড়েই জীবনযাপন করেন

প্রতিষ্ঠার অপেক্ষায়

ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন অর্জুন, আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে

ব্যাটার নয়, অলরাউন্ডার

বাবা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, অর্জুন অবশ্য ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং করেন

শাদি কা লাড্ডু

বুধবার রাতে দারুণ একটি খবর প্রকাশ্যে এসেছে

অর্জুনের নতুন ইনিংস

বাগদান সেরে ফেলেছেন ২৫ বছর বয়সী অর্জুন তেন্ডুলকর

পাত্রী কে?

সচিনের পুত্রবধূ কে হচ্ছেন, তা নিয়ে চর্চার শেষ নেই

পাত্রী-পরিচয়

অর্জুনের হবু স্ত্রীর নাম সানিয়া চন্দোক, বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি

খাদ্যশিল্পে বিরাট নাম

বিখ্যাত কোয়ালিটি আইসক্রিমের মালিক আই কে ঘাইয়ের পুত্র রবির নাতনি সানিয়া চন্দোক

পশুপ্রেমী

মুম্বইয়ে একটি পশু চিকিৎসা কেন্দ্রের কর্ণধার সানিয়া, নিজেও পশুদের চিকিৎসা করেন

শুভেচ্ছাবার্তার ঢল

অর্জুন-সানিয়ার বাগদানের খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার প্লাবন (ছবি - পিটিআই, গেটি ইমেজেস, আইএএনএস ও ইনস্টাগ্রাম)