ইংল্যান্ড সিরিজ়ের পর ভারতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ।



এই এশিয়া কাপে কিন্তু দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে না।



দুইজনেই আইপিএল খেললেও আগেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন। এবারের এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটেই হবে।



বিরাটদের পাশাপাশি টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমন গিলও হয়তো সুযোগ পাবেন না।



সাম্প্রতিক সময়ে টি-২০তে কিন্তু যশস্বী, অভিষেক শর্মাদেরই গিলের আগে প্রাধান্য দেওয়া হয়েছে।



ধ্রুব জুরেলের ক্ষেত্রেও প্রতিযোগিতাই হয়তো তাঁর দল থেকে বাদ পড়ার কারণ হতে চলেছে।



যশপ্রীত বুমরা নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ফের একবার চোটের কবলে পরেছেন।



তাঁর হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে বুমরার এশিয়া কাপ খেলা নিয়ে সংশয় রয়েছে।



ইংল্যান্ড সিরিজ়ে চোটের কবলে পড়েন নীতীশ কুমার রেড্ডিও।



আন্তর্জাতিক টি-২০ তে নীতীশের পারফরম্যান্সও খুব একটা আহামরি না হওয়ায় তিনি সুযোগ নাও পেতে পারেন।



ইংল্যান্ডে দলকে জেতানোর পর মহম্মদ সিরাজের নাম এখন সকলের মুখে মুখে ঘুরছে।



তবে সিরাজ ইংল্যান্ডে ৫ টেস্টই খেলেছেন। তাঁকে সেই কারণে সম্ভবত এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হতে পারে।