ওভালে দুরন্ত বোলিংয়ে ভারতের হয়ে এক ঐতিহাসিক জয় সুনিশ্চিত করেছেন মহম্মদ সিরাজ।



ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হন সিরাজ।



তাঁর দুরন্ত বোলিংয়ের জেরেই সিরাজ এখন খবরের শিরোনামে।



তবে সিরাজের লাভ লাইফ নিয়ে কিন্তু এখনও কেউই খুব একটা বেশি কিছু জানেন না।



সাম্প্রতিক সময়ে সিরাজের সঙ্গে অভিনেত্রী মাহিরা শর্মার নাম জড়িয়েছে।



সরকারিভাবে কোনও বিবৃতি না এলেও, সিরাজ নাকি নিজেই কাছের লোকেদের কাছে এই সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে এক সাংবাদমাধ্যমের দাবি।



কে এই মাহিরা শর্মা? কী তাঁর পরিচয়?



জম্মু ও কাশ্মীরের মাহিরা একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী।



মাহিরাকে না না পাঞ্জাবি গানেও দেখা গিয়েছে।



তিনি বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন। এই শোয়ের মাধ্য়মেই তাঁর জনপ্রিয়তা বাড়ে।