সম্প্রতি ১৭ কেজি ওজন ঝরিয়ে সরফরাজ খান সকলকে মুগ্ধ করে দিয়েছেন। তবে শরীর ট্রান্সফরমেশনের এই সফরের পথিক আরও অনেকে।



শ্রীসন্থের ক্রিকেট কেরিয়ার ছিল বিতর্কে। তবে পরবর্তীতে তিনি সিনেমায় অভিনয়ও করেন এবং দুরন্ত এক ফিজিক তৈরি করেন।



ক্রিস ট্রেমলেট নিঃসন্দেহেই সবথেকে লম্বা ক্রিকেটারদের একজন।



তবে চোটের জেরে কেরিয়ার শেষ হওয়ার পর ৬ ফুট ৭ ইঞ্চির ট্রেমলেট কার্যত বডি বিল্ডারের মতো শরীর তৈরি করেন।



'ইউনিভার্স বস'কে এই তালিকা থেকে কী করেই বা বাদ দেওয়া যায়।



ক্রিস গেল কেরিয়ারের শুরুতে বেশ খানিকটা রোগাই ছিলেন। তবে সময়ের সঙ্গে তাঁর মাসল ও জনপ্রিয়তা, দুইই বাড়ে।



নিজেকে সেরা ক্রিকেটার করে তুলতে হলে বিরাট কোহলি বহু আগেই ফিটনেসের গুরুত্ব বুঝতে পারেন।



প্রিয় ছোলে বটুরা বর্জন করে, সঠিক ডায়েটের দ্বারা ফিটনেস আইকন হয়ে উঠেন বিরাট।



লঙ্কান স্পিনার মাহিশ থিকসানাও কিন্তু কেরিয়ারের শুরুর দিকে বেশ স্বাস্থ্যবান ছিলেন।



অনূর্ধ্ব ১৯ স্তরের ১১৭ কেজি ওজনের থিকসানা মাছ, ভাত খাওয়া সম্পূর্ণ বন্ধ করে নিজেকে ফিট করে তোলেন।