ব্য়াট হাতে স্মরণীয় পার্টনারশিপ,ব্যক্তিগত স্তরেও ইতিহাস গড়লেন রাহুল-গিল

Published by: ABP Ananda

ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনে গিল ও রাহুল ১৭৪ রানের পার্টনারশিপ গড়েছেন। গিল ৭৮ ও রাহুল ৮৭ রানে অপরাজিত।

অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজ়ে গিল ব্যাটিং কেমন করবেন, সেদিকে সকলের নজর ছিল।

জবাবটা তিনি ব্যাটেই দিলেন। বিরাট কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন।

এতদিন কোহলির ২০১৪-১৫ সালে অজ়িভূমে ৬৯২ রানই ভারতীয় অধিনায়ক হিসাবে সেনা দেশে সর্বাধিক ছিল। তবে সে রেকর্ডের মালিক এখন গিল।

গিল ইতিমধ্যেই এ সিরিজ়ে ৬৯৭ রান করেছেন। এই সিরিজ়েই তিনি সুনীল গাওস্করের ৭৩২ রান টপকে এক সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় অধিনায়ক হয়ে যেতে পারেন।

গিলের পরেই রাহুল এই সিরিজ়ের সর্বাধিক রানসংগ্রাহক। তিনি ইতিমধ্যেই ৫০০ রানের গণ্ডি পার করে ফেলেছেন।

২১ শতকে মাত্র দ্বিতীয় বিদেশি ওপেনার হিসাবে ইংল্যান্ডে এক সিরিজ়ে ৫০০-র অধিক রান করলেন রাহুল।

সুনীল গাওস্করের পর রাহুলই দ্বিতীয় ভারতীয় ওপেনার যিনি ইংল্যান্ডে এক সিরিজ়ে ৫০০ রানের গণ্ডি পার করলেন। গাওস্করের ৫৪২ রানের পুঁজি কিন্তু রাহুল ভেঙে ফেলতেই পারেন।

আপাতত তিনি ৭২.৫৭ গড়ে চলতি সিরিজ়ে ৫০৮ রান করে ফেলেছেন। রাহুলের সামনে গাওস্করের রেকর্ড ভাঙার জন্য এরপরেও কিন্তু দুইটি ইনিংস রয়েছে।