ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে ক্রিকেটারদের প্রতিটা মুভের দিকে নজর থাকে সকলের।



সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে হার্দিক পাণ্ড্য বাবর আজমের মহামূল্যবান উইকেটসহ মোট দুইটি সাফল্য় পান।



তবে ম্যাচে তাঁর পারফরম্যান্স থেকেও বেশি নজর কাড়ে তাঁর হাতঘড়ি।



হার্দিককে এর আগেও বিভিন্ন দামি দামি ঘড়ি পড়তে দেখা গিয়েছে। এমনকী তাঁকে ঘড়ির জেরেই একবার কাস্টমসের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল।



রবিবার হার্দিকের পরিহিত এই ঘড়িতে কী এমন রয়েছে যা নিয়ে এত হইচই পড়ে গিয়েছে?



কমলা রঙের বেল্টওয়ালা হার্দিকের এই ঘড়িটি রিচার্ড মিলের।



রিচার্ড মিলের আরএম২৭-০২ সিএ এফকিউ ট্যুরবিলিয়ন রাফায়েল নাদাল স্কেলেটন ডায়েলর ঘড়িটি লিমিটেড এডিসনের।



দুরন্ত পারফরম্যান্স এবং টেকসই এই ঘড়িটি গোটা বিশ্বে মাত্র ৫০টি রয়েছে।



এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা।



এই বিপুল দামের কারণেই হার্দিক পাণ্ড্যর এই ঘড়িটিকে ঘিরে এত মাতামাতি।