দৃষ্টিনন্দন বোলিং অ্যাকশনে ক্রিকেটবিশ্ব শাসন, এই ফাস্ট বোলাররা সকলের অনুপ্রেরণা

Published by: ABP Ananda

না খুব বড় রান আপ, না বিরাট লম্বা ঝাঁপ, ডেল স্টেইনে বোলিং অ্যাকশনে কোনওটাই ছিল না

কিন্তু তাঁর সুন্দর, সহজ রান আপ যে কোনও ফাস্ট বোলারের জন্যই একেবারে আদর্শ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেট নেওয়া ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন

তাঁর বোলিং অ্যাকশনে জোর পড়ত পিঠে, তাও ৪০ বছর অবধি ক্রিকেট খেলাই অ্যান্ডারসনের অ্যাকশন কতটা ভাল তাঁর প্রমাণ দেয়

গতির সওদাগর ছিলেন মাইকেল হোল্ডিং, ব্যাটারদের ভয় ধরাতে তাঁর নামই যথেষ্ট ছিল

তাঁর বোলিং অ্যাকশন এতটাই মসৃণ ছিল যে কার্যত কোনও শব্দই হত না, যার ফলে তাঁর 'হুইস্পারিং ডেথ' নামকরণ করা হয়

শুরুতে খানিকটা ভিন্ন থাকলেও গ্লেন ম্যাকগ্রা নব্বইয়ের দশকের দিকে খানিকটা বদলান নিজের বোলিং অ্যাকশন

না বিরাট ঝাঁপ, না কোনও তোড়জড়, ম্যাকগ্রা রান আপ সম্ভবত এই তালিকার বোলারদের মধ্যে সবথেকে সহজ, সরল

ম্যাকগ্রার থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের বোলিং অ্যাকশন ছিল শেন বন্ডের, তবে তাঁর বোলিং অ্যাকশনটাও ঠিক ততদাই সুদৃশ্য

বিরাট ঝাঁপ ও সুন্দর রান আপে শেন বন্ড ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল হাতে আগুন ঝরাতেন