বার্থ ডে বয়

১২ ডিসেম্বর ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহের জন্মদিন

চুয়াল্লিশে পা

৪৩ বছর পূর্ণ করলেন ভারতের জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য

ভাসলেন শুভেচ্ছাবার্তায়

জন্মদিনে যুবিকে ঘিরে শুভেচ্ছাবার্তার ঢল

খুনসুটি স্ত্রীয়ের

যুবির জন্মদিনে স্ত্রী হ্যাজেল কিচের পোস্ট মন জিতে নিল

ফ্রেমবন্দি কেক কাটা

হ্যাজল যে ছবি পোস্ট করেছেন, সেখানে যুবিকে দেখা যাচ্ছে ছেলের হাতে কেক কাটার ছুরি দিয়েছেন

এ কী কাণ্ড!

সব ভাল বাবাই একরত্তির হাতে ছুরি তুলে দেন, খুনসুটি হ্যাজলের

যে কোনও ভূমিকায় সেরা

বাবা, স্বামী, ছেলে, জামাই, বন্ধু, শ্যালক - সব ভূমিকাতেই যুবরাজকে সেরা বলেছেন হ্যাজল

ছয় ছক্কার নজির

টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে যুবির মারা এক ওভারে ছয় ছক্কা নিয়ে এখনও চর্চা হয়

৪০২ ম্যাচের অভিজ্ঞতা

টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে ৪০২ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যুবরাজ

ব্যাটে-বলে নায়ক

১৭টি আন্তর্জাতিক সেঞ্চুরির পাশাপাশি ১৪৮ উইকেটও নিয়েছেন যুবি