চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচিত পাক দলের ধনীতম ক্রিকেটার কে?

Published by: ABP Ananda

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল বলতে সর্বপ্রথম যার কথা মাথায় আসে, তিনি বাবর আজম।

জনপ্রিয়তার নিরিখে মহম্মদ রিজওয়ানও পিছিয়ে নেই।

তবে না বাবর না পাকিস্তান দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান, এই দুই তারকার কেউই দলের সবথেকে ধনী ক্রিকেটার নন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ১৫ জনের পাকিস্তান দলের সবথেকে ধনী ক্রিকেটার কিন্তু অন্য।

রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রিজওয়ানের মোট ৪০ কোটির সম্পত্তি রয়েছে।

বাবর আজমের সম্পত্তির পরিমাণ আরেকটু বেশি, ৪৩ কোটি।

তবে পাকিস্তান দলের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সম্পত্তির মালিক হলেন শাহিন শাহ আফ্রিদি।

রিপোর্ট অনুযায়ী শাহির সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি।

এই তারকারা বাদে ফখর জামান ১৭ কোটি টাকার সম্পত্তির পরিমাণ ১৭ কোটি, যা বাকি তিনজনের থেকে বেশ খানিকটা কম।