ক্রিকেটকে একেবারে শুরুর দিকে জনপ্রিয় করে তোলার পিছনে ডব্লু জি গ্রেসের ভূমিকা অগ্রগণ্য।



'জেন্টালম্যানস গেম'-র অন্যতম পথিকৃত হিসাবে গণ্য করা হয় তাঁকে। তিনি কিন্তু ব্রিস্টল মেডিক্যাল থেকে ডাক্তারি পড়াশোনা করেন এবং পেশাগতভাবে ডাক্তারই ছিলেন।



অস্ট্রেলিয়ার সুবর্ণ যুগের সবথেকে হতভাগ্য ক্রিকেটার হিসাবে গণ্য করা হয় ব্র্যাড হজকে।



ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ রান করে কিংবদন্তি হিসাবে অবসর নেন হজ। তবে কেকেআর প্রাক্তনী একদা পেট্রোল পাম্পে কাজ করতেন।



আরেক অজ়ি ন্যাথান লায়নও এই তালিকায় রয়েছেন।



অস্ট্রেলিয়ান দলের সফলতম বোলারদের অন্যতম লায়ন একদা অ্যাডিলেড ওভালে মাঠকর্মী হিসাবে কাজ করতেন।



মিচেল জনসনকে বর্তমান যুগের ক্রিকেটপ্রেমীরা সকলেই চেনেন। তাঁর ঘাতক বোলিংয়ের অনুরাগীর কমতি নেই।



তব খারাপ ফর্মের জেরে একদা তাঁর ঘরোয়া দল ক্যুইন্সল্যান্ডের চুক্তি হারানোর পর প্লাম্বিং ভ্যান চালাতেন তিনি।



তাঁর আগুনে গতি ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিত, তাঁর বোলিং অ্যাকশনে মোহিত ছিলেন আট থেকে আশি।



জেমস বন্ডের মতো তিনি ক্ষুরধার গোয়েন্দা না হলেও, শেন বন্ড কিন্তু পুলিশের চাকরি করতেন।



সব শেষে যার কথা না বললেই নয়, তিনি মহেন্দ্র সিংহ ধোনি।



প্রাক্তন ভারতীয় অধিনায়ক ট্রফি কালেক্টার হওয়ার পূর্বে কিন্তু খড়গপুরে টিটির চাকরি করতেন।