নব্বইয়ের দশকে সোনালি বেন্দ্রের রূপে মুগ্ধ হননি, এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন।



শোয়েব আখতার নাকি সোনালির জন্য এতটাই পাগল ছিলেন তাঁর প্রস্তাব প্রত্যাখান করা হলে নাকি তাঁকে অপহরণ পর্যন্ত করার প্ল্যান ছিল তাঁর।



পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানেরও মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম ছিল না।



তাঁর সঙ্গে নাকি জিনাত আমানের সম্পর্ক ছিল এবং ইমরান নাকি নিজের ২৭তম জন্মদিনও জিনাতের সঙ্গেই ভারতে সেলিব্রেট করেছিলেন।



তামান্না ভাটিয়া এবং পাকিস্তানি প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাকের ডেটিংয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল।



দুইজনকে একসঙ্গে দুবাইয়ে এক গহনার দোকানের উদ্বোধনে দেখাও গিয়েছিল।



মাঠের মধ্যে ওয়াসিম আক্রম সর্বকালের সেরা বোলারদের অন্যতম। মাঠের বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর।



সেই ওয়াসিম আক্রমই নাকি সুস্মিতা সেনের প্রেমে মোহিত ছিলেন। তবে পাকিস্তান কিংবদন্তি এগুলিকে নিছক গুজব বলেই গোটাটা খারিজ করে দেন।



এদের মধ্য়ে একমাত্র প্রাক্তন পাক ওপেনার মহসিন খান ও রীনা রায়ের প্রেমই পরিণতি পায়।



তবে ১৯৯০ সালে দুইজনের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে মহসিন আবার বিয়েও করেন।