চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এক নয়, একাধিক রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে

Published by: ABP Ananda

নিজেদের চতুর্থ আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছেন ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।

কোহলির মাঠে নামা মানেই একগুচ্ছ ইতিহাস। এই টুর্নামেন্টেও কিন্তু একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে তাঁর সামনে।

আর মাত্র ৩৭ রান করলেই কোহলি মাত্র তৃতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে ১৪ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন।

দ্রুততম ব্যাটার হিসাবেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে এই ইতিহাস গড়তে পারেন কোহলি।

এই টুর্নামেন্টেই আর ২৭১ রান করলেই কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যেতে পারেন কোহলি।

'কিং কোহলি' চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত তিনি ৫২৯ রান করেছেন। আর ২৬২ রান করলেই কোহলি গেলকে পিছনে ফেলে এই মেগা টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যাবেন।

টুর্নামেন্টে পাঁচটি অর্ধশতরান করা কোহলি আরও দুইটি হাফসেঞ্চুরি হাঁকালেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করা ভারতীয় হয়ে যাবেন।

তিনি যদি অন্তত ১০৩ রান করতে পারেন, তাহলে রিকি পন্টিংকেও পিছনে ফেলে দেবেন কোহলি। হয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

ফিল্ডার কোহলির সামনেও রেকর্ডের হাতছানি রয়েছে। কোহলি আর মাত্র তিনটি ক্যাচ ধরতে পারলেই ওয়ান ডেতে ক্যাচ ধরার নিরিখে মহম্মদ আজহারউদ্দিনকে (১৫৬টি ক্যাচ) পিছনে ফেলে দিতে পারেন।