ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা পাঁচ ব্যাটার বেছে নিলেন বীরেন্দ্র সহবাগ
বীরু জানিয়েছেন, গেলই তাঁর দেখা প্রথম ব্যাটার যিনি পেসারের বলে ব্যাকফুটে ছক্কা মারতেন
এ বি ডিভিলিয়ার্সকে চার নম্বরে রেখেছেন বীরেন্দ্র সহবাগ
শরীরের ভারসাম্য হারিয়ে ফেললেও ছক্কা মেরে দিতেন এবিডি, যা দেখে মুগ্ধ সহবাগ
৩৫০ ওয়ান ডে ইনিংসে ১১৭৩৯ রান করা ইনজামাম উল হককে রেখেছেন সহবাগ
সহবাগ নিজে ছিলেন বিধ্বংসী ব্যাটার, তিনিই বেছে নিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ককে
পয়লা নম্বরে নয়, সচিন তেন্ডুলকরকে সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারের তালিকায় দুইয়ে রেখেছেন বীরু
সহবাগ বলেছেন, সচিনের সঙ্গে ক্রিজে যাওয়া মানে মনে হতো সিংহের সঙ্গে জঙ্গলে যাচ্ছেন
বিরাট কোহলিকে সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটার হিসাবে বেছে নিয়েছেন সহবাগ
বিরাট কোহলির ফিটনেস ও ব্যাট হাতে ধারাবাহিকতা আর কারও নেই বলে জানিয়েছেন বীরু