ভারতীয় ক্রিকেটারদের আয় শুনে কুকদের চক্ষু চড়কগাছ

Published by: ABP Ananda

ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবথেকে ধনী বোর্ড এ বিষয়ে কোনও দ্বিমত নেই।

ভারতীয় ক্রিকেটাররাও যে বাকি দেশের ক্রিকেটারদের তুলনায় আর্থিকভাবে অনেকটা স্বচ্ছল, সেটাও স্পষ্ট করে দিলেন রবি শাস্ত্রী।

সম্প্রতি রবি শাস্ত্রী এক পডকাস্টে দাবি করেন ভারতীয় ক্রিকেটাররা ১০০ কোটি টাকা করে অ্যাড থেকে আয় করেন।

তাঁর দাবি অনুযায়ী বিরাট কোহলি, ধোনির মতো ক্রিকেটাররা প্রায় ১৫ থেকে ২০টি অ্যাড করেন।

শাস্ত্রীর দাবি ভারতীয় ক্রিকেটাররা প্রচুর ক্রিকেট খেলেন।

তবে এইসবের মাঝে তাঁরা এক, আধদিন অ্যাড শ্যুট করে থাকেন তাতেই প্রচুর আয় হয়।

তিনি বলেন, 'ওরা অ্যাড থেকে প্রচুর টাকা আয় করে। আমার মতে ১০০ কোটির বেশি। ১০ মিলিয়ন পাউন্ড মতো।'

শাস্ত্রীর মতে এই টাকার অঙ্কটা চাইলেই আরও বাড়তে পারে আর সেটা খুব একটা কঠিনও নয়।

শাস্ত্রীর এই কথায় সেখানে উপস্থিত মাইকেল ভন, অ্যালেস্টার কুকরা বিস্মিত হয়ে যান।