আইপিএল শুরু হতে এখনও আট মাস মতো বাকি। তবে খেলোয়াড় ট্রেড করার উইন্ডো এখনও খোলা রয়েছে।
আসন্ন মরশুমে বেশ কিছু খেলোয়াড়কে ট্রেড করা হতে পারে বলে শোনা যাচ্ছে যার মধ্যে সবথেকে বড় নাম সম্ভবত সঞ্জু স্যামসন।
স্যামসনকে ট্রেডের মাধ্যমে সিএসকে তাদের দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে।
ধোনি নিজের কেরিয়ারের সায়াহ্নে উপনীত। সেক্ষেত্রে নেতৃত্ব, ব্যাটিং, কিপিং, তিন বিভাগেই ধোনির যোগ্য বিকল্প হতে পারেন স্যামসন। সেই কারণেই হলুদ ব্রিগেড তাঁকে নিতে চায় বলে খবর।
আরেক ট্রেডটি ২০২৪ সালের দুই আইপিএল ফাইনালিস্টদের মধ্যে হতে পারে। হ্যাঁ, কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের কথাই বলা হচ্ছে।
কেকেআর গত মরশুমে টপ অর্ডার কিপার-ব্যাটার নিয়ে ভুগেছে। সানরাইজার্সের ইশান কিষাণ সেই সম্যাসার ওয়ান স্টপ সলিউশন হতে পারেন।
তিনি কিপিং করায় তা বাড়তি বোনাস হিসাবেই যুক্ত হতে পারে।
অপরদিকে, বেঙ্কটেশ আইয়ারকে বিরাট ২৩.৭৫ লক্ষ টাকার দর হাঁকিয়ে দলে নিলেও কেকেআরের হয়ে গোটা মরশুমে তেমন পারফর্ম করতে ব্যর্থ হন।
তাঁকে ছেড়ে দেওয়া হতে পারেই বলে খবর। সানরাইজার্সের আবার একজন অলরাউন্ডার প্রয়োজন।
তাই ইশান ও বেঙ্কটেশের ট্রেডিংয়ের মাধ্যমে দল বদলের সম্ভাবনা উড়িয় দেওয়া যাওয়া যা না