ম্যানেজার থেকে স্ত্রী, রোহিত-রীতিকার প্রেমকাহিনি আর পাঁচজনের থেকে বেশ ভিন্ন।



একদা রোহিতের ম্যানেজার রীতিকা সাজদেই এখন টিম ইন্ডিয়া অধিনায়কের স্ত্রী।



দুইজনের প্রথম সাক্ষাতের সময় রীতিকাকে দেখেনইনি রোহিত, তিনি নাকি ঘুমোচ্ছিলেন।



হরভজন সিংহ ও গীতা বসরার আয়োজিত পডকাস্টে এমনটাই জানান রোহিত-ঘরণি।



রোহিত জানান এই ঘটনার তিন মাস পরে এক শ্যুটে তিনি প্রথমবার রীতিকার সঙ্গে দেখা করেন এবং কথা বলেন।



দুইজনের দীর্ঘদিন ধরে প্রেমের জল্পনা চললেও, প্রথম ছয় বছর তাঁরা কেবল বন্ধুই ছিলেন বলে দাবি দুইজনের।



দীর্ঘদিন বন্ধুত্বের পর দুইজনের ভালবাসা প্রেমে পরিণতি পায়।



রোহিত খুব সুন্দরভাবে রীতিকাকে প্রেম প্রস্তাবও দেন। তার জন্য তিনি বেছে নেন এক বিশেষ জায়গা।



বোরিভালিতে প্রথম যে মাঠে রোহিত খেলা শুরু করেন, সেই ২২ গজেই তিনি রীতিকাকে প্রস্তাব দেন।



বর্তমানে রোহিত ও রীতিকা দুই সন্তানের বাবা ও মা, সুখে শান্তিতেই তাঁরা সংসার করছেন।