রোহিতের অনুপস্থিতিতে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেতৃত্ব দিতে দেখা যাবে যশপ্রীত বুমরাকেই।



মতান্তরে বর্তমান বিশ্বের সেরা বোলার বুমরার সাফল্যমন্ত্রটা ঠিক কী?



বুমরা জানাচ্ছেন আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি এবং ভারতীয় সাজঘরে সেই নিয়েই আলোচনা হয়।



তিনি বলেন, 'পরিবেশ পরিস্থিতি যাই হোক, আত্মবিশ্বাসই সবথেকে গুরুত্বপূর্ণ। এর ওপরেই আমরা ভরসা করছি এবং এই বিষয়েই আলোচনাও হয়।'



বুমরার মতে সঠিকভাবে প্রস্তুতি সারলে বাকিটা আপনা আপনিই হয়ে যায়।



মহম্মদ শামির অনুপস্থিতিতে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে বুমরার ওপর বাড়তি দায়িত্ব রয়েছে।



অজ়িভূমে বুমরার রেকর্ডও যে ভীষণই ঈর্ষণীয়, তা কিন্তু বলাই বাহুল্য।



তিনি ২৭৪.৫ ওভার বল করে ২১.২৫-র দুরন্ত গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৩২টি উইকেট নিয়েছেন।



ইংল্যান্ডের মাটিতে টেস্টে একবারই অধিনায়কত্ব করে হারতে হয়েছিল বুমরাকে।



অজ়িভূমে সেই ইতিহাস বদলে তিনি বল হাতে ও নেতৃত্ব দিয়ে দলের হয়ে শুরুটা ভালভাবে করতে পারেন কি না, সেটাই দেখার।