আইপিএলের মাঝেই ভারতের তারকা ক্রিকেটারকে নিয়ে পাওয়া গেল বড় খবর
শিখর ধবন নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে
অবশেষে সব জল্পনা থামল বৃহস্পতিবার, আইপিএলের মাঝেই এল বড় আপডেট
আইরিশ তরুণী সোফি শাইনের সঙ্গে সম্পর্কে রয়েছেন ধবন, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা খোদ সোফির
ধবনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সোফি লিখেছেন, 'আমার ভালবাসা (হার্ট ইমোজি দিয়ে বুঝিয়েছেন)'
আইরিশ তরুণী সোফি আবু ধাবিতে একটি কর্পোরেট সংস্থার উচ্চপদে কর্মরত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে ধবনের সঙ্গেই মাঠে গিয়েছিলেন সোফি
আইরিশ হলেও কর্মসূত্রে মরুশহর আবু ধাবিতেই থাকেন সোফি
আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ হয় ধবনের, ছেলের কাস্টডি নিয়ে তিক্ততা তৈরি হয়েছিল
অবশেষে তিক্ত সেই অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কে ধবন, অভিনন্দন জানালেন ভক্তরা (ছবি - ইনস্টাগ্রাম)