সিরাজের বাদ পড়ার কারণ ব্যাখা করেন অধিনায়ক রোহিত শর্মা

Published by: ABP Ananda

বিগত চার বছরে ভারতীয় দলের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক উইকেট নেওয়া বোলার তিনি।

তবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিন্তু মহম্মদ সিরাজের নাম নেই।

এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতেও তাঁকে দলে রাখা হয়নি।

২০২১ সাল থেকে ৪২ ইনিংসে ৭১টি উইকেট নেওয়া মহম্মদ সিরাজ কেন জাতীয় দলে জায়গা পেলেন না?

ভারতীয় দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা সিরাজের বাদ পড়া নিয়ে মুখ খোলেন।

রোহিত জানান তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজনই ফাস্ট বোলার চাইছিলেন তাই সিরাজকে বাদ পড়তে হয়।

রোহিতের দাবি অনুযায়ী নতুন বল বাদে সিরাজ তেমন কার্যকরী নন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ভারতীয় দলে নির্দিষ্ট ভূমিকার জন্য খেলোয়াড়দের রাখা হয়েছে।

সেই কারণে সিরাজ সেই ভূমিকায় ফিট না হওয়ায় বাদ পড়েন।