বাড়তি চিন্তার থেকে ধোনির কাছে রাতের ঘুম অধিক জরুরি
abp live

বাড়তি চিন্তার থেকে ধোনির কাছে রাতের ঘুম অধিক জরুরি

Published by: ABP Ananda
অন্তত ট্রফি জয়ের নিরিখে ভারতীয় দলের সফলতম অধিনায়ক তিনি।
abp live

অন্তত ট্রফি জয়ের নিরিখে ভারতীয় দলের সফলতম অধিনায়ক তিনি।

মাঠে তিনি 'ক্যাপ্টেন কুল' হিসাবে পরিচিত। পরিস্থিতি যাই হোক না কেন, ধোনিকে সহজে বিচলিত হতে দেখা যায় না।
abp live

মাঠে তিনি 'ক্যাপ্টেন কুল' হিসাবে পরিচিত। পরিস্থিতি যাই হোক না কেন, ধোনিকে সহজে বিচলিত হতে দেখা যায় না।

ধোনি সম্পর্কে শোনা যায় তিনি নাকি একদা এক টিম পার্টিতে না গিয়ে হোটেলে আরাম করে ঘুমিয়ে ছিলেন।
abp live

ধোনি সম্পর্কে শোনা যায় তিনি নাকি একদা এক টিম পার্টিতে না গিয়ে হোটেলে আরাম করে ঘুমিয়ে ছিলেন।

abp live

কিংবদন্তি অধিনায়ক কিন্তু নিজের এই ভাবলেশহীন চিন্তাধারাকে খুব একটা খারাপ ভাবেন না।

abp live

তাঁর মতে বর্তমানে যুগে নিজেদের চাপ সামালোনাটা সবথেকে গুরুত্বপূর্ণ।

abp live

এর জন্য মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে ভাবলেশহীন হওয়াটাও জরুরি।

abp live

মাহির মতে আমাদের চারিপাশে যা হচ্ছে, তার সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ,সেই নিয়ে ভাবনাচিন্তা করেও লাভ নেই।

abp live

ধোনি স্পষ্ট জানিয়ে দেন সবক্ষেত্রে তিনি নিজের ১০০ শতাংশ দেন না এবং তার প্রয়োজনীয়তাও অনুভাব করেন না।

abp live

যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে, সেটায় সময় নষ্টের চেয়ে তাঁর কাছে রাতের ঘুম অনেক বেশি জরুরি বলে দাবি করেন মহেন্দ্র সিংহ ধোনি।