অল্পেতেই নালিশ করেন কোন ভারতীয় তারকা?

Published by: ABP Ananda

ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, অভিষেক শর্মারা এক টেলিভিশন শোতে গিয়েছিলেন।

সেখানেই পন্থদের প্রশ্ন করা হয় যে ভারতীয় দলের জামাইবাবু কে, যিনি অল্পেতেই নালিশ করেন।

এই প্রশ্নের উত্তরে পন্থ ও চাহাল কিন্তু বিন্দুমাত্র সময় নষ্ট করেননি।

দুইজনেই প্রায় সঙ্গে সঙ্গেই তারকা বোলার মহম্মদ শামির নাম বলেন।

কোচ গম্ভীর আবার জানান যে জামাই বছর দুয়েক বাড়ি আসেননি।

এরপর জিজ্ঞেস করা হয় টিম ইন্ডিয়ার বৌদি কে, যিনি গল্পগুজব করতে পছন্দ করেন।



অভিষেক বেশিদিন দলে খেলছেন না অজুহাতে এই প্রশ্ন এড়িয়ে যান।



সঙ্গে সঙ্গেই কিন্তু পন্থ দাবি করেন অভিষেক নিজেই তাঁর থেকে না না গল্প খুচিয়ে বের করার চেষ্টা করেন।



কপিল শর্মার এক শোতেই এই গোটাটা ঘটে।