ছিল প্রতিভা, ছিল লাইমলাইটও, কিন্তু নিজের ক্রিকেট কেরিয়ারকে নিজেই ধ্বংস করেছেন বিনোদ কাম্বলি
সচিনের ছোটবেলার বন্ধু বারবার জড়িয়েছেন একাধিক বিতর্কে
স্ত্রী আন্দ্রেয়া হিউটকে মদ্য়প অবস্থায় বাড়িতে ফিরে কুকিং প্যান ছুড়ে আঘাত করেছিলেন
সেই সময় কাম্বলির স্ত্রী বান্দ্রা পুলিশ থানায় অভিযোগও দায়ের করেছিলেন
বাড়ির পরিচারিকাকে তিনদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছিল সস্ত্রীক কাম্বলির বিরুদ্ধে
মেয়ে ও স্ত্রীকে লাঞ্ছনা করেছিলেন মদ পান করে এসে নিজেরই বাড়িতে
নিজের ক্রিকেট কেরিয়ারে উন্নতি না করতে পেরে সচিনকেই দায়ী করেছিলেন কাম্বলি
১৯৯৬ বিশ্বকাপের সময় দলের সতীর্থদের ওপর ফিক্সিংয়ের অভিযোগ জানিয়েছিলেন
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার হয়েছিলেন
সম্প্রতি এক অনুষ্ঠানে সচিনের সঙ্গে দেখা হয় কাম্বলির, তাঁকে বেশ অসংলগ্ন মনে হচ্ছিল